নিজস্ব প্রতিবেদক
৫ জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু’র গণসংযোগ অব্যাহত রয়েছে। রোববার যশোর পৌরসভার ৬, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে মোটরসাইকেল মার্কার প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু এ গণসংযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যশোরে যানজট, মাদক, চাঁদাবাজি, চোর-ডাকাতি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি এরই মধ্যে বেশ কিছু কর্ম পরিকল্পনা গুছিয়ে রেখেছি। আশা করছি সবাইকে নিয়ে সামাজিক সচেতনতা এবং প্রশাসনের সহয়তায় এসব অপকর্ম সমাজ থেকে নির্মূল করা হবে। আমি সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ভূমিকা হবে এলাকার সমস্যা ও সমাধান নিয়ে কথা বলে আপনাদের অধিকার আদায় করা। আমি সদর উপজেলাকে স্মার্ট উপজেলা করবো। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, প্রধানমন্ত্রীর ভিশন গ্রাম হবে শহর, রাস্তা-ঘাটসহ সকল উন্নয়ন কাজ করবো। এর জন্য সবার সহযোগিতা ও দেয়া কামনা করছি। একই সাথে আপনাদের মূল্যেবান ভোট প্রার্থনা করি।’
৬ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, সদস্য নূর ইসলাম কাজল, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সাথে ৭ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আরিফুজ্জামান বাদল, সদস্য গোলাম সিদ্দিক, রবি মোল্লা, মিরাজ আলম অভ্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক প্রমুখ। ৮ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান নান্টু, নাছির উদ্দীন, মো. সিরাজ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম রাকিব প্রমুখ। ৯ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল আলম মিন্টু, পৌর আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।

 
									 
					