নিজস্ব প্রতিবেদক
জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে চুয়াডাঙ্গায় যক্ষ্মা নিরাময়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটাবের চুয়াডাঙ্গা জেলা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আউলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের ডিএসএমও ডা. সাদিয়া হক সুচনা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এমওডিসি ডা. তারেক জুনাইদ, নাটাব চুয়াডাঙ্গা সম্পাদক মাহবুল ইসলাম সেলিম। এতে সুশীল সমাজের ৩০ জন অংশ গ্রহণ করেন।
সভায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় করণীয় বিষয়সহ যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়। বক্তব্য রাখেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ জাহাঙ্গীর আলম।
