নিজস্ব প্রতিবেদক
উদীচী যশোর জেলা সংসদের আয়োজনে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সাংষ্কৃতিক সংগঠনটি। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। পরে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত ও উদীচীর সাংগঠনিক সংগীত।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী যশোরের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবা শেফা, বাংলাদেশের বিপ্লবী কামিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। আলোচনা সভা সঞ্চালনা করেন করেন আলমগীর কবির। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদীচীর শিক্ষার্থী শিল্পীসহ সুরবিতান সংগীত একাডেমি, বিবর্তন যশোর, সুরধুনি ও নৃত্য বিতানের শিল্পীরা আমন্ত্রিত হিসাবে পরিবেশন করে নৃত্য ও সংগীত। জেলার বাউল শিল্পীরাও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। রাত প্রায় ৯টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শাহেদ নেওয়াজ।