নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ছাত্রলীগের একাংশের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও কেককাটার মধ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের কাজীপাড়াস্থ শাহেদ সেন্টারে আলোচনা ও কেককাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদ। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা লুৎফুল কবীর বিজু, সুখেন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা শ্রমিক লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
এর আগে, শহরের বকুলতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, শওকত হাওলাদার রনি, আব্দুর রব পিন্টু, মোর্তজা আলী রিফাত, কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, কৌশিক আহমেদ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম হিরন প্রমুখ।
