নিজস্ব প্রতিবেদক
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ প্রতিবাদ্যে নানা কর্মসূচিতে যশোরে পালন হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। রোববার সকালে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এসময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানে সুনিপুণভাবে মানবাধিকারের বিষয়গুলো সন্নিবেশিত করেছিলেন। এই সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে বিলীন করে দিচ্ছেন। ফলে বিশ^ দরবারে আজ বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার চিত্র সন্তোষজনক।
স্বাগত বক্তৃতায় রাইটস যশোরের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যমূলক সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। মানবাধিকার সংগঠন হিসেবে রাইটস যশোর সকলের স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ।
জেলা প্রশাসন ও রাইটস যশোর আয়োজিত শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাইটস যশোর কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ট্রান্স জেন্ডারের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোর কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুদ্দৌলাহ সরদার কনক, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাদশা মিয়া প্রমুখ।