নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সারিয়াকান্দির নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর। শুক্রবার রাতে যশোর সদরের বসুন্দিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণকারী রাব্বী আহম্মেদ (২৩) কে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব। রাব্বী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের হবিবরের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, বগুড়ার সারিয়াকান্দির নাবালিকা ভিকটিমকে রাব্বী আহম্মেদ কৌশলে প্রেমের ফাঁদে ফেলে এবং প্রতিনিয়ত বিবাহের প্রলোভন দেখিয়ে নির্জনে দেখা করতো। আসামি গত বছরের অক্টোবারের ২ ও নভেম্বরের ১১ তারিখ ভিকটিমকে কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পারলে আসামি ও তার পরিবারকে বিবাহের জন্য বললে আসামি ও তার পরিবার নাবালিকা ভিকটিমের বাবাকে বিভিন্ন গালিগালাজ ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
পরবর্তীতে নাবালিকা ভিকটিমের বাবা বাদী হয়ে বগুড়া সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা করেন। তারপর থেকে পলতক ছিলেন রাব্বি। পরবর্তীতে র্যাব-৬ যশোর বিষয়টি অবহিত হলে তাৎক্ষনিক র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ধর্ষণকারী রাব্বীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তাকে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:বন্ধ হয়ে গেল বেনাপোল দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি
১ Comment
Pingback: চৌগাছায় নির্মাণাধীন ভবনের ইট কেড়ে নিলো শিশুর জীবন