নাভারণ ও রাজগঞ্জ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে দুটি ও মণিরামপুরের খেদাপাড়া থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে গোলাম মোস্তফার গৃহপালিত দুটি গরু চুরি সংগঠিত হয়। যার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
কৃষক মোস্তফা জানান, ঘটনার দিন গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙে ৫ লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। গরু চুরির ঘটনায় কৃষক পরিবারটি হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।
এর আগে সোমবার রাতে ৫টি গরু চুরি হয়। এরমধ্যে উপজেলার ধলদা গ্রামের আনিসুর রহমানের ৩টি গরু, যার মূল্য ৩ লাখ টাকা ও পানবুড়ি গ্রামের মনিরুজ্জামানের ২টি গরু, যার মূল্য দেড় লাখ টাকা। হঠাৎ করে গরু চুরির হিড়িক পড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে ওসি শেখ মনিরুজ্জামান বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মণিরামপুর উপজেলার খেদাপাড়ার কৃষক বজলুর মোড়লের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। যার মূল্য প্রায় দুই লাখ টাকা। মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঢালীপাড়া গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য রাজু আহম্মেদ এ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত বজলুর মোড়ল বলেন, আমার বাড়ির গোয়াল ঘরে থাকা তিনটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার মূল্য অনুমান দুই লাখ টাকা। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক চুরির ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।
