নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে ১৫ টাকা কেজি দরের চালের ডিলার পয়েন্ট থেকে ৩০৫ বস্তা চাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিন্নুসহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন হাড়িয়া নিমতলা এলাকার ডিলার হাসান আলী। অভিযোগে আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নাভারণ ইউনিয়নের হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরের চাল হাড়িয়া নিমতলা এলাকায় বিতরণ করে আসছেন হাসান আলী। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিন্নু তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হাসান আলীর ক্ষতিসাধনসহ হাত-পা কেটে নিবেন বলে হুমকি দেন।
ডিলার হাসান আলী বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মিন্নুর নেতৃত্বে উল্লেখিত আসামিরাসহ অজ্ঞাত ২০০-২৫০ জন নছিমন-করিমন ও মোটরসাইকেলযোগে রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তলসহ দেশীয় অস্ত্রেশস্ত্র নিয়ে ডিলার পয়েন্টে আসেন। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউনের শার্টারের তালা ভেঙে ১৬.৩২০ মেট্রিক টন চাল লুট করে নিয়ে যায়।
হাসান আরও বলেন, অভিযুক্ত নাহিদ হকিস্টিক দিয়ে ভাগিনা নজরুল ইসলাম মারধর করেন এবং আমার মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় খাদ্যগুদাম কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝিকরগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, হতদরিদ্রদের জন্য সেপ্টেম্বর মাসে নাভারণ ইউনিয়নের অন্যতম ডিলার হাসান আলী ৫৪৪ বস্তা চাল খাদ্যগুদাম থেকে উঠিয়েছিলেন। ডিলার পয়েন্ট থেকে চাল লুটের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ২৩৯ বস্তা চাল পেয়েছি। ৩০৫ বস্তা চাল খোয়া গেছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।