নেংগুড়াহাট প্রতিনিধি
নারকেল গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজার সংলগ্ন রত্নশ্বরপুর গ্রামের দীপক সরকার রোববার সকাল সাতটার দিকে বাড়ির পাশে নারকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত দীপক কুমার নেংগুড়াহাট বাজারের একজন সুদক্ষ (দর্জি) কাপড়ের কারিগর ছিলেন। তার মৃত্যুতে বাজার কমিটিসহ ব্যবসায়ী মহল পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
