রূপোন্তী পাল সেতু
সমাজের চোখে ,
আমরাই সেই নারী
যারা ,
বিবাহিত বলেই
স্বামী, সংসার সুখে রাখতে
নিজসুখ ভুলতে পারি ।
সমাজের চোখে
আমরাই সেই নারী
যারা ,
উপার্জনক্ষম হয়েছি বলেই
বড্ড অহংকারী ।
সমাজের চোখে,
আমরাই সেই নারী
প্রতিবাদ করি বলেই
উশৃঙ্খলের অধিকারী ।
হ্যাঁ;
সমাজের চোখে
আমরাই সেই নারী
যারা
সমাজের মাঝে বেড়ে উঠেছি বলেই ,
সমাজের সব কথা মানতে রাজি ।
আজ
নিজপরিচয় খুঁজতে নারী
যখনই নামে মাঠে ,
এই সমাজ তো তখনই
নিজের চোখে চশমা টা আঁটে।
তবে
সমাজ কখনো ছিল
নারীর দুঃসময়ে পাশে ?
না হয়
টাকা-পয়সাকে দূরে রেখে
স্বান্তনা কী দিয়েছে কাছে এসে ?
ভেতরের এই ঘরটা দেখতে
এসেছে কী কখনো এরা ?
নাকি
উপর দেখেই উপাধি দিতেই
এই সমাজই সবার সেরা ।