নিজস্ব প্রতিবেদক
জনউদ্যোগ যশোরের আয়োজনে রোববার বিকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরের দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভা ও পথ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নারীর অধিকার সুরক্ষা ও সহিংসতা মোকাবেলায় চাই বৈষম্যহীন, মানবিক দৃষ্টিভঙ্গি সহায়ক সৃজনশীল প্রযুক্তি এই প্রতিপাদ্যে এবার আয়োজন করে সংগঠনটি।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও এখন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে। সরকারি বেসরকারি সকল চাকরিতে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে। তবে এখনো সমাজে একশ্রেণির মানুষ আছে যারা নারীদের এই অগ্রযাত্রাকে মেনে নিতে পারেনি। তারা ধর্মের বলয় দিয়ে নারীদের অগ্রযাত্রাকে রুদ্ধ করতে চায়। তাই আমাদের আরও বেশি সোচ্চার হতে হবে। একই সাথে হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সাথে সহনশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামের কাগজ সম্পাদক ও জনউদ্যোগ সদস্য মবিনুল ইসলাম মবিন, জনউদ্যোগ সদস্য নারী নেত্রী আফরোজা বেগম, জনউদ্যোগ সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার কণা। এসময় আরও উপস্থিত ছিলেন, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার ও প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনুদ্দৌলাহ।
পথ সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ গান পরিবেশন ও অর্পণ নাট্যদলের পরিচালনায় হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জীবনভিত্তিক পথনাটক ‘আশ্রয়’ প্রদর্শন করা হয়।