পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
কোভিড-১৯ বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
এমারেল্ড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জোশেফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রভাষক মোমিন উদ্দীন ও প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, সাংবাদিক এন ইসলাম সাগর, শিক্ষার্থী তানভীর রায়হান, ইসতিয়াক মাহমুদ, জাকির হোসেন, রুস্তম আলী, শেখ ফয়সাল আহমেদ, সুমাইয়া ইয়াসমিন প্রিয়া, মনিরা সুলতানা, মেহজাবিন পিয়া, লাইজু ইয়াসমিন রিয়া, ফাতেমা খাতুন, আয়শা খাতুন ও তিশা।