ক্রীড়া ডেস্ক: রানরেটে এগিয়ে থেকে নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। চ্যাম্পিয়ন হওয়ার রেসে ঐতিহ্যবাহী সাদাকালো ক্লাবের সঙ্গে ছিল রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় মোহামেডান চ্যাম্পিয়ন হয়।
শনিবার (১৮ জুন) বিকেএসপিতে মোহামেডান-রূপালি ব্যাংকের খেলা ছিল ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এই ম্যাচে জয়-পরাজয়ের উপর নির্ভর করছিল এবারের আসরের চ্যাম্পিয়নশিপের তকমা। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে মোহামেডান-ইন্দিরা রোড ও রূপালি ব্যাংক-খেলাঘরের ম্যাচ দুটি মাঠে গড়ায়নি।
ম্যাচ বাতিল হওয়ায় পয়েন্ট টেবিলের লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়। ১১ ম্যাচে ৮ জয়ে মোহামেডানের পয়েন্ট ১৯। সমান ম্যাচে সমান জয়ে রূপালি ব্যাংকেরও পয়েন্ট ১৯। দুই দলেরই তিনটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে। কিন্তু নেট রান রেটে এগিয়ে ছিল মোহামেডান। তাদের রান রেট ২.৮০৪। অন্যদিকে রূপালি ব্যাংকের রানরেট ২.৩৩০।
মোহামেডান চ্যাম্পিয়ন হলেও আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড বেশ পিছিয়ে। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ স্থানে। সালমা খাতুনের নেতৃত্বে এবারের আসরের শক্তিশালী দল গঠন করেছিল মোহামেডান। তারই পুরষ্কার পেলো চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।