নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে ৩ এক্স ৩ বাস্কেটবল টুর্নামেন্ট। শুক্রবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল মাঠে প্রথম দিনে নারী বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে রিপন অটোস স্পোর্টস একাডেমি। তারা তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। এছাড়া সকল বয়সের পুরুষ বিভাগে আইইউ দলটি তাদের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। এছাড়া প্রথম দিনে ৩০টির অধিক ম্যাচ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে অনূর্ধ্ব-১৬, ১৮ দলের পাশাপাশি সব বয়সের দল আলাদা আলাদা ভাবে অংশ নিচ্ছে। এছাড়া মহিলা বিভাগে চারটি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও এপিক স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা শেষ হবে আজ শনিবার।
সকালে ম্যাচ শুরু হলেও বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাস্কেটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় বাস্কেটবল দলের সাবেক অধিনায়ক ফজলুল হক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সাবেক সভাপতি খায়রুল কবির চঞ্চল। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল। যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নিবাস হালদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক, আব্দুল্লাহ আল মামুন রাজু, মুহাম্মদ বুরহান উদ্দিন, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সাবেক সম্পাদক হিমাদ্রি সাহা মনি, যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগম ও সায়েদা বানু শিল্পী প্রমুক।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ দলগুলো হচ্ছে কেজিএস থান্ডার্সটম, চয়নিকা ক্রীড়া চক্র, ঈগল বাস্কেটবল ক্লাব, ব্রেইভ ওয়ারিয়ার্স ও ফোর বয়েজ। অনূর্ধ্ব-১৮ দল সমূহ হচ্ছে রিম গ্রেডিয়েন্টস, সুইস কাবাব, ১০০ কেজি সুইস ও চয়নিকা ক্রীড়া চক্র। সব বয়েসের দলগুলো হলো মাগুরা ওয়ারিয়ার্স, পারলা বাস্কেটবল স্কোয়াড, কেজিএস থান্ডার্রটম, জাস্ট ওয়ান, গোরাইয়া গাড়ী, আইইউ, বাস্কেটবল স্কোয়াড মাগুরা, থান্ডার্সটম, জাস্ট থ্রি, জাস্ট টু ও চয়নিকা ক্রীড়া চক্র।
মহিলা দল সমূহ রিপন অটোস স্পোর্টস একাডেমি, সালাউদ্দিন সিদ্দিকী মেমোরিয়াল অ্যাসোসিয়েশন, মকসেদ শফী স্মৃতি ফাউন্ডেশন ও জাস্ট ওমেন।