নিজস্ব প্রতিবেদক
যশোরে নাশকতায় মামলায় ঝিকরগাছার দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে আটকের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
তারা হলেন, ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য গোলাম কিবরিয়া সুমন ও মাগুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মফিদুল ইসলাম।
ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতরা দু’জনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নাশকতার নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার আমলে তারা দুর্নীতিসহ নানা অপরাধ করেছেন। প্রাথমিকভাবে তার প্রমাণ পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। আটকের পর পৃথক দুইটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।