নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মফিজ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় বুধবার (৭ মে) রাতে ধলিরগাতী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাশকতার মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয়ী হন মফিজ উদ্দীন। তিনি যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রণজিত কুমার রায়ের ঘনিষ্ঠজন ছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, মফিজ উদ্দীন ২০২৪ সালের ডিসেম্বর মাসে দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক জীবনযাপন করছিলেন। বুধবার রাতে বাড়ি ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, মফিজ উদ্দীনকে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। বিচারক জামিন শুনানি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।