বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে দিল্লিতে ৬৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়।
কমেডি অভিনেতা হিসেবে পরিচিত কৌশিক সালমান খান অভিনীত ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘তেরে নাম’ সিনেমাটি পরিচালনা করেন। হিন্দি চলচ্চিত্র শিল্পে একই সঙ্গে বিভিন্ন আঙিনাতে পদচারণা ছিল সতীশ কৌশিকের। একাধারে তিনি অভিনেতা, প্রযোজক, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সতীশের ভাগ্নে নিশান কৌশিক।
তিনি জানান, গাড়িতে কোথাও যাচ্ছিলেন কৌশিক। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৮৭ সালে সাড়া জাগানো সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’য় ক্যালেন্ডার নামে একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন কৌশিক। ‘রাম লক্ষণ,’ ‘জানে ভি দো ইয়ারো’ এবং ‘দিওয়ানা মাস্তানা’র মতো বিভিন্ন সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘রূপ কি রানি চোরো কি রাজা’, ‘প্রেম’, ‘হাম আপকে দিল মে রেহতে হে’ এবং ‘তেরে নাম।’
১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করে এই অভিনেতা-পরিচালক। দিল্লির একটি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করেন তিনি।
আরও পড়ুন: নারী দিবসে নারী নির্মাতাদের কথা
