নিজস্ব প্রতিবেদক: যশোরের চুড়ামনকাটি রেল লাইনের পাশ থেকে কুড়িয়ে পাওয়া নবজাতককে এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়েছেন। সমাজসেবা অফিস গতকাল তাকে দত্তক দিয়েছে। নবজাতকটির বয়স দুই দিন।
মঙ্গলবার আবেদনের পরিপ্রেক্ষিতে নিঃসন্তান সরকারি কর্মকর্তা নবজাতকটিকে দত্তক পেলেন। ওই কর্মকর্তা যশোরের একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সমাজসেবা অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার নবজাতকটিকে দত্তক হিসেবে গ্রহণ করতে শিশুকল্যাণ ও সমাজসেবা অফিসে আবেদন করেন এ দম্পত্তি। এদিন বিকেলে নবজাতকটিকে দত্তক দিতে ওই সরকারি কর্মকর্তাকে যশোর সদর ইউএনও অফিসে ডাকা হয় এবং তাদের কোলে তুলে দেয়া। এ ক্ষেত্রে দম্পতিকে শর্ত দিয়েছেন, যদি কখনো নবজাতকটির প্রকৃত মা-বাবা উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে চান, তাহলে নবজাতকটিকে প্রকৃত অভিভাবকের কাছে ফেরত দিতে বাধ্য থাকবেন তারা। এ ছাড়া নবজাতকটির সঠিক পরিচর্যা ও দেখভাল হচ্ছে কি না, তা যাচাই-বাছাই করে জেলা সমাজসেবা কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন।
যশোরের চুড়ামনকাটি দাসপাড়ার নিঃসন্তান দম্পতি সাগর দাস-কল্পনা রানী সোমবার সকাল ৬টার দিকে চুড়ামনকাটি রেললাইনের পাশ থেকে নবজাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর এক দিন নবজাতকটি পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ছিল।
দত্তকপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, নবজাতকটিকে আমরা যথাযথভাবে আদর, স্নেহ ও ভালোবাসায় লালন-পালন করবো। তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো।
যশোর সদর উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম বলেন, শিশুটির ভবিষ্যত বিবেচনায় দত্তক নেয়া পরিবারের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।