কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
নিখোঁজের একদিন পর ঝিনাইদহের কালীগঞ্জে বিল্লাল হোসেন (৬০) নামে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামের সাবা ব্রিকসের ইটভাটার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গ্রামের চৌরাস্তার মোড়ে তার একটি চায়ের দোকান ছিল।
নিহতের স্বজন ও স্থানীয় পল্লী চিকিৎসক শামসুল ইসলাম জানান, সকালে গ্রামের ভাটার পুকুরের মধ্যে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা জানায়, শনিবার দুপুরে বিল্লাল বাড়ি থেকে মাঠে কাজ করা কামলাদের জন্য খাবার নিয়ে যেয়ে আর ফিরে আসেনি। স্থানীয়দের ভাষ্য, বিল্লাল ওই দিন দুপুরে কামলাদের খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ভাটার পুকুরে গোসলে নেমেছিল। এরপর অসুস্থতার কারনে হয়ত ডুবে গিয়ে তার মৃত্যু হতে পারে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, পুকুর থেকে উদ্ধার নিহত বিল্লালের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। দুপুরে তার লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।