চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ চার দিন পর আবু সাইদ (২৭) নামে এক ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার জীবননগর আশতলাপাড়ার এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে লাশ উদ্ধার করছে পুলিশ। আবু সাইদ জীবননগর হাইস্কুলপাড়ার আব্দুল রইচের ছোট ছেলে। স্থানীয় বাজারে তাঁর জুতার দোকান রয়েছে। এ ঘটনায় ৩ মার্চ থানায় লিখিত অভিযোগ করেছিল সাইদের পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কবিরের নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তারা সেখানে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বেলা লাশ উদ্ধারের চেষ্টা করছে।
আবু সাইদের ভাই আবু হাসান বলেন, ‘আবু সাইদ ২ মার্চ ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফেরেনি। এর একদিন পর আমার ভাইয়ের নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি আমার কাছে ফোন করে পরিচয় জানতে চায়। পরে একটা ইন্টারনেট নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে বলেন, ‘‘ ১৫ হাজার টাকা দিলে আমার ভাইয়ের খোঁজ দেবেন। টাকা না দিলে তার খোঁজ পাওয়া যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ‘লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন।’ জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘লাশ পচে গেছে। এ জন্য উদ্ধারে একটু দেরি হচ্ছে।’
আরও পড়ুন:যবিপ্রবির ছাত্র ‘নির্যাতনকারীরা’ তিনদিনেও গ্রেপ্তার হয়নি
১ Comment
Pingback: কুষ্টিয়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ