নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের দু’দিন পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি’র) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব হোসেনেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার আব্দুলপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
এরআগে নিখোঁজের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
নিখোঁজ হওয়া সজীব হোসেন যবিপ্রবি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রাজশাহীর পুটিয়া উপজেলার বেলপুকুর-জামিরা গ্রামের আবু বক্কারের ছেলে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে নিখোঁজ হয়েছেন সজীব হোসন। তার মোবাইল নম্বর বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সজীব হোসেন ওইদিন তার ভাগ্নের রাতের খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হন। কিছুক্ষণ পর তার এক বন্ধু জানান সজীবকে অজ্ঞাতনামা ৪/৫জন অপহরণ করে আটকে রেখেছে বলে সংবাদ পান। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীদের জানানো হয়।
সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় ৭৫৯ নম্বর সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। যদি সজীব হোসেনের সন্ধান দ্রুত না পাওয়া যায় তাহলে যবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিবে বলে প্রশাসনকে জানান।
যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানিয়েছেন, জিডি গ্রহণ করা হয়েছে। ডিবি পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করেন।
এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব হোসেন জানান, ব্যক্তিগত কারণে তার এক বন্ধু চুড়ামনকাঠির জনৈক নাজমুল হাসান রকির বাড়িতে ফোন বন্ধ করে মঙ্গলবার রাত থেকে অবস্থান করছিলেন। তাকে উদ্ধার পূর্বক জেলা পুলিশের তত্ত্বাবধানে তার বোন লাবনী খাতুন, যবিপ্রবির প্রক্টর ড. মোহাম্মাদ আমজাদ হোসেন, প্রফেসর ড. মীর মোশারফ হোসেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), ড. ওমর ফারুক, ড. শিমুল ইসলামের জিম্মায় দেওয়া হয়।
উল্লেখ্য, সজীব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম-আহ্বায়ক ছিলেন, পরবর্তীতে তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে পদত্যাগ করেন এবং বিপ্লব ২৪ এর কমিটি গঠন করেন। তিনি আহ্বায়ক হন।