নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের টাকায় আমাদের সেতু; শেখ হাসিনার পদ্মা সেতু’ এই স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে যশোরের শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আয়োজনে গোড়পাড়া বাজারে এক উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান কবির দিলার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবুল হাশেমের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আলিম রেজা বাপ্পি, বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম বাটুল, ইউপি সদস্য আসাদুজ্জামান, সাইদুজ্জামান ও খলিলুর রহমান, ছাত্রনেতা সুমন আহমেদ প্রমুখ। আলোচনা সভার আগে ইউনিয়ন পরিষদ চত্বরে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন ও বিকালে বাদ্যবাজনা প্লেকার্ড সহকারে গোড়পাড়া বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে উৎসব মুখর পরিবেশে উত্তর শার্শার ডিহি, লক্ষণপুর ও নিজামপুর ইউনিয়নের আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাটবাজার, মোড়ে মোড়ে চায়ের দোকান ও বাসাবাড়িতে প্রজেক্টর ও টেলিভিশনের সামনে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে লক্ষ্য করা যায়।