নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা প্রতিযোগিতার শুক্রবারের ম্যাচে জয় পেয়েছে নিউটাউন বাদশা ফয়সল ইসলামি ইন্সটিটিউট। শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৩৫ রানে পরাজিত করেছে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে। এ জয়ে প্রতিযোগিতার ‘খ’ গ্রুপ থেকে ফাইনালের দৌড়ে নিজেদের কাজ ঠিকঠাক করে রাখল নিউটাউন বাদশা ফয়সল। এখন তাদের চেয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে। আগামীকাল শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কালেক্টরেট স্কুল ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। এ ম্যাচে কালেক্টরেট স্কুল জিতলে তারা চলে যাবে ফাইনালে। আর বাহাদুর জিতলে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন নিট রানরেটে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে।
আগের রাতের বৃষ্টিতে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে নিউটাউন বাদশা ফয়সল ২৮ ওভারে ১২৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২২ ওভার দুই বলে ৯২ রান করতে পারে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি।
ব্যাট হাতে নিউটাউন বাদশা ফয়সলের আরিচ হোসেন ২৪, মোহাইমিনুল কিবরিয়া ২২ ও মুসা খলিউল্লাহ ১৭ রান করেন। বল হাতে আব্দুস সামাদের নুরুজ্জামান ৪টি উইকেট দখল করেন।
আব্দুস সামাদের ফয়সল ১২ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। বল হাতে নিউটাউন বাদশা ফয়সলের আবু সাঈদ ২৭ ও লাবিব হোসাইন ১৬ রানে ৩টি করে এবং আরিচ হোসেন দুটি উইকেট দখল করেন।