ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে পরাশক্তি দলগুলোর মধ্যে অন্যতম ইংল্যান্ড। শুধু তাই নয়, ওয়ানডে ও টি-২০ সংস্করণে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। আর এজন্য নিজেদের শক্তির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মাশুল দিতে হলো ইংলিশদের। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে ইংলিশদের মধ্যে এমন মনোভাবই কাজ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
টাইগারদের বিপক্ষে ইংলিশদের শোচনীয় হারের পর নাসের হুসেইন বলেছেন, ‘বাংলাদেশ সফরে প্রতিপক্ষকে ‘পাত্তা না দেয়ার’ একটা ভাব ছিল বাটলারদের মধ্যে। নিজেদের ভুলেই বাংলাদেশের কাছে ধবল ধোলাই হতে হয়েছে তাদের।’ তিনি আরো বলেন, সিরিজ শুরুর আগে টাইগারদের কম গুরুত্ব দিয়েছিল ইংল্যান্ড। যে কারণে আলেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন, স্যাম বিলিংসদের মতো তারকাদের ছাড়াই সিরিজ খেলতে বাংলাদেশে আসে তারা। হোয়াইটওয়াশ হয়ে যার মাশুল দিতে হয়েছে।
বাংলাদেশকে কম গুরুত্ব দেওয়া প্রসঙ্গে নাসের হুসেইন বলেন, এই সিরিজে অতিরিক্ত ব্যাটার না থাকাটা ভুল বার্তা দিয়েছে। আপনার জার্সিতে তিনটি সিংহের ছাপ আছে (তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন), আপনি ইংল্যান্ডের হয়ে খেলছেন। আপনাকে প্রতিপক্ষকে গুরুত্ব দিতে হবে।ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো বড় দলগুলোকে সিরিজ হারিয়েছে টাইগাররা।
বিষয়টি নিয়ে তিনি বলেন, হোম কন্ডিশনে বাংলাদেশ অনেক শক্তিশালী দল। মঙ্গলবারের ম্যাচটার দিকে খেয়াল করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের