নিজস্ব প্রতিবেদক
পারিবারিক গোলযোগের জের ধরে নিজের ছুরির আঘাতে সুমন খালাসী (৩৫) নামে এক যুবক নিজেই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আঁচড়ায়। তিনি ওই গ্রামের শামশের খালাসীর ছেলে।
স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। পারিবারিক গোলযোগের এক পর্যায়ে তিনি নিজের ছুরি দিয়ে নিজের গলায় পোঁচসহ শরীরের নানাস্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা থানায় অবহিত করলে পুলিশ এসে তাকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, তার গলায়সহ শরিরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশংকামুক্ত।
