ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের দু’গ্রুপ আনন্দ মিছিল করেছেন। বুধবার সন্ধ্যায় একটি মিছিলের নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্য আর একটি মিছিলের নেতৃত্ব দেন বর্তমান সংসদ সদস্য এমপি নাসির উদ্দিনের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। মিছিল শেষে উভয়পক্ষ পৃথকভাবে ঝিকরগাছা বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিল শেষ করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা যুবলীগের আজহার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ইমরান রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উভয় পক্ষের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।