নিজস্ব প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার রোববার দিনব্যাপি শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী, সমাবেশ, পথসভা ও গনসংযোগ করেছেন। এদিন রাতে সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ফাতেমা আনোয়ার। তিনি বলেন, ভোটের জয়যুক্ত হলে সকলকে সাথে নিয়ে মডেল উপজেলা গড়তে চায়। সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকবো। শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরেও সকলে আমাকে পাশে পাবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। অনীল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, স্থানীয়দের পক্ষে প্রশান্ত বর্মন, সুশান্ত রায়, ইউপি সদস্য বিল্লাল হোসেন প্রমুখ। এরপর সেখানকার প্রধানমন্ত্রীর আশ্রয়ন কেন্দ্রে নির্বাচনী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। এর আগে বিকেলে উপশহর কলাবাগানে পথসভায় বক্তব্য রাখেন ফাতেমা আনোয়ার।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম,জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদস্য সৈয়দ মুনসুর আলম,সদস্য উজ্জল হোসেন, সদস্য বিপ্লব সুলতান বিপু, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদ হোসেন, কাউন্সিলর সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রেখা খাতুন, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রতœ, মেম্বার খান আরিফুজ্জামান সবুজ, হাবিবুর রহমান টমাস, অহিদুল ইসলাম, মোস্তফা হুসাইন, পারভীন আক্তার, সাবেক মেম্বার মশিয়ার রহমান মিনু, নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিলা। এরপর ৩ নম্বর ওয়ার্ড ঘোপ জেল রোডে গণসংযোগ করেন ফাতেমা আনোয়ার। উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আশিক মাহমুদ খোকন, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ চাঁদ, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।