কল্যাণ ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাংবিধানিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি বিশিষ্ট নাগরিক হিসেবে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছুহুল হোসাইন ও যশোরের সন্তান অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
শনিবার রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
গঠিত সার্চ কমিটির সভাপতি হিসেবে থাকছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান । এর আগেও তিনি দুই বার সার্চ কমিটির সদস্য ছিলেন।
সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে থাকছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান।
মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী এবং পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এই সার্চ কমিটিতে থাকছেন।
গঠিত এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য কমিশনারদের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সদ্য পাস হওয়া আইন অনুযায়ী, এই কাজের জন্য সার্চ কমিটির হাতে থাকবে ১৫ দিন।
কিন্তু আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
রাষ্ট্রপতিকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে বলে ১০ দিনও সময় পাচ্ছে না সার্চ কমিটি।
উল্লেখ্য, বিগত সময়ে সার্চ কমিটিতে এক সপ্তাহেই কাজ শেষ করতে দেখা গিয়েছিল।