নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য যা যা করার সবই করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই বক্তব্যে বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আপনারা নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালন করুন। বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। গতকাল শার্শার উত্তরে বিভিন্ন মন্দির ও মন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময়ে সভায় মফিকুল হাসান তৃপ্তি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শুধু পূজার সময় নয়, বছরের ৩৬৫ দিনই আপনাদের পাশে থাকবে। বিএনপির নেতাকর্মীরা আপনাদের দেখে শুনে রাখবে। আলোচনা সভার আগেও পরে উত্তর শার্শার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। এসময় পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় খোঁজখবর নেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
