নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের দুর্বৃত্তের নির্মম নৃশংসতায় ২০১৫ সালে ২৩ নভেম্বর নিহত ২জন মেধাবী শিক্ষার্থী হাবিবুল্লাহ হোসাইন ও কামরুল হাসানের রূহের আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে ছিল এ আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
বিশেষ অতিথি ছিলেন এমএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনামুল কবির, শহীদ হাবিবুল্লাহ হোসাইনের বাবা নিয়ামত আলী, শহীদ কামরুল হাসানের বাবা মোহাম্মাদ আলী। সভাপতিত্ব করেন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দার। সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম।
বক্তব্য রাখেন এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার সভাপতি খুবায়েব রহমান, সাধারণ সম্পাদক রাসেল ফারহান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দীন। শেষে শহীদের মা বাবার হাতে কোরআন শরিফ ও জায়নামাজ তুলে দেওয়া হয়।