নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে নির্যাতিত নিপীড়িত জনগণ জেগে উঠেছে। রাজপথ প্রকম্পিত করে তারা এই সরকারের পতন নিশ্চিত করবে। অচিরেই আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ।
কারাবন্দি কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যুবদলের কণ্ঠ রোধ এবং দুর্বল করতে আব্দুল মোনায়েম মুন্নার মত দলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে সরকার। তাকে অন্যায়ভাবে ঢাকার রাজপথ থেকে আটক করার পর যে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছিল, সেই মামলায় জামিন পাওয়ার পরও তাকে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু এভাবে কোন বিশেষ ব্যক্তিকে কারাগারে রেখে আওয়ামী সরকারের পতন আর ঠেকানো যাবে না। জনগণ জেগে উঠেছে, সকল নেতাকে কারারুদ্ধ করা হলেও তারা নেতৃত্ব তৈরি করে রাজপথ প্রকম্পিত করে সরকারের পতন নিশ্চিত করবে।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান ও আব্দুস সালাম আজাদ।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, মিন্টু মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, বুলবুল চৌধুরী, আব্বাস আলী, মুক্তর হোসেন, সালাউদ্দিন, রায়হানুজ্জামান দিপু, বাকিউজ্জামান রানা প্রমুখ।
