শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে একটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মাঝের কেল্লা এলাকা থেকে বনরক্ষীরা তাদের আটক করে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম মাহাবুব জানান, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। এ সময় বনে মৎস্য আহণ, পর্যটকসহ সব ধরনের প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে। ধৃত আসামিরা সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে প্রবেশ ও মৎস্য আহরণ করে। খবর পেয়ে দুবলা টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা মাঝের কেল্লা খালে অভিযান চালিয়ে তাদের আটক করে। ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধ জাল ও দুই বোতল বিষ উদ্ধার করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
আটক জেলেদের বাড়ি বাগেরহাট সদর, কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।