নিজস্ব প্রতবেদক
নীলগঞ্জ মহাশ্মশান কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও নতুন কমিটি গঠনের লক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির হল রুমে আয়োজিত এ সভায় আগামী দু’বছরের জন্য সুখেন মজুমদারকে সভাপতি ও পার্থ প্রতীম দেবনাথ রথিকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা দেয়া হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহিত কুমার নাথ।
এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা অর্চনা অধিকারী, সদস্য অশোক বোস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন পাল, পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ নাথ বাবলু। আরও বক্তৃতা করেন বাবলু দাস, বিপ্লব রায় গোপী, শ্যাম বিশ্বাস, দেবদাস, রাম অধিকারীসহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ।