গতকাল ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এ দিবসে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবসে যশোরের নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারে ডায়াবেটিক সচেতনতা লক্ষ্যে র্যালি আয়োজন করা হয়। র্যালিটি নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টার থেকে শুরু করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে অবস্থান করে।
র্যালিতে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফি রানা, সহকারী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. ফারহানা নাজনীন জুই, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার ফারহানা ইসলাম মৌসুমী এবং ডাক্তার শাহারিয়ার কবির সুমন। –প্রেস বিজ্ঞপ্তি