নিজস্ব প্রতিবেদক: ভারতের নূপুর শর্মাকে নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে যশোরে মসজিদের মোয়াজ্জিন হাফিজুর রহমানকে (৪২) মুসল্লিরা চায়ের কাপ দিয়ে মেরে মাথা কেটে দিয়েছে। গতকাল বিকালে শহরের পুরাতন কসবা কাঁঠালতলায় এ ঘটনা ঘটে। আহত পুরাতন কসবা কাঁঠালতলার গঞ্জের আলীর ছেলে। তার মাথায় ছয়টা সেলাই দেওয়া হয়েছে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য মতে, মহানবী হযরত মুহাম্মদ (স.) ও আয়েশা (রা.) কে নিয়ে ভারতীয় বিজেপি নেত্রী নূপুর শর্মার কটূক্তিকে কেন্দ্র করে কথা কাটাকাটি নিয়ে কতিপয় মুসল্লিরা চায়ের কাপ দিয়ে তার মাথায় আঘাত করে।
হাসপাতারের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আঘাতে তার মাথা কেটে যায়। মাথায় ছয়টা সেলাই দেওয়া হয়েছে।