নিজস্ব প্রতিবেদক
যশোরে সুরবিতানের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে দেশপ্রেম, গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি, কখনও প্রতিবাদ, কখনো প্রেম আবার কখনো বিরহকাতর যুগলের গল্প উপস্থাপন করা হয়।
কখনো আবার মন ছুঁয়ে যাওয়া গ্রামীণ জীবনধারা। এ সবই নৃত্যের ঝংকারে আর সুরের মূর্ছনায়। কাহিনীর বুনন চলছে নৃত্যের তালে তালে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এদিন ঘুঙুরের ছন্দে মোহনীয় মন মাতানো নৃত্যের তালে উচ্ছ্বসিত হতে দেখা গেছে দর্শকদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সুরধনীর সভাপতি হারুন অর রশিদ, চাঁদের হাটের সভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। সভাপতিত্ব করেন সুরবিতান যশোরের সভাপতি অ্যাড. শহীদ আনোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। সঞ্চালনা করেন মৌ রাণী বসু। শুভেচ্ছা বিনিময় পর্বের পর একে একে ৪৬টি গানে নৃত্য পরিবেশন করেন অর্ধশতাধিক শিল্পী।