রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট-টু নেংটা খালি মোড় পর্যন্ত চলাচলের অনুপযোগী সড়কটি নিজ অর্থে সংস্কার করে দিলেন স্থানীয় রবিউল ইসলাম।
১০বছর ধরে সড়কটি সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী এ সড়কটি দিয়ে চলাচলে হাজারো মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন। চার কিলোমিটার এ সড়কে পিচ খোয়া উঠে বড় বড় খানা খন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকতো।
উপজেলা আটঘরা গ্রামের বাসিন্দা চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, দীর্ঘদিনের ভোগান্তিতে নাভিশ্বাস উঠে গিয়েছিলো। তাই কেউ কিছু করবে এ আশা পরিত্যাগ করে নিজ অর্থে সড়কটি সংস্কার করার ব্যবস্থা করি। কথা হয় ভ্যানচালক সামছুর রহমান, আতিয়ার রহমানের সাথে। তিনি বলেন, ভ্যানের ফ্রক ও স্পোক ভেঙে যাচ্ছে রাস্তায় চলাচল করতে গিয়ে। খুব কষ্ট হচ্ছে আমাদের চেয়ারম্যান, মেম্বাররা এদিকে নজর দিচ্ছেন না, ইজিবাইকে নেমে ভ্যানে করে ওই পথে দিয়ে আসছিলেন। জোবাইদা পারভীন নামের এক ভদ্র মহিলা ক্ষুব্ধ কণ্ঠে বলেন, রাস্তার সঙ্গে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল কালাম বলেন, দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এবড়োখেবড়ো হয়ে পড়েছে সড়কটি। ওই ওয়ার্ডের মেম্বার মিঠোর ওই সড়কে চলাচলে দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সড়কটির সংস্কার জন্য বাজেটে বরাদ্দ হয়েছে কিনা সেটা বলতে পারবো না।