নেংগুড়াহাট প্রতিনিধি: শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট বাজারে লেপ-তোষকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। কারিগরদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। তাই শীত মোকাবিলায় আগাম প্রস্ততি হিসেবে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা অনুযায়ী লেপ-তোষক তৈরি করে দোকানে মজুদ করছেন।
এসব পণ্য বছরের অন্য সময় বেচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। কম্বলের তুলনায় বাজারে লেপের দাম কম হওয়ায় চাহিদা একটু বেশি। বাজারে লেপ-তোষক তৈরির কারিগররা বলেন, শীতের আগেই নতুন লেপ ও তোষক তৈরি করেন। অনেকেই পুরোনো লেপ তোষকের কভার পাল্টিয়ে নিচ্ছেন। কার্তিক মাসে এ সময় রাতে শীত পড়তে শুরু করায় কাজের চাপ অনেক বেড়েছে।
তবে এবারে লেপের জন্য তুলার দাম গত বছরের চেয়ে ৩০ থেকে ৫০ টাকা বেশি। দোকানদারা জানান, সাদা তুলা প্রতি কেজি ১০০ টাকা এবং রঙিন তুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর সাদা তুলা ৮০ টাকা এবং রঙিন তুলা ২৫ টাকা, শিমুল তুলা প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা বর্তমানে তুলার বাজার ধরে ৫ থেকে ৬ হাত একটি তোষকের খরচ পড়ে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং ৫ থেকে ৬ হাত একটি লেপের খরচ পড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন: যশোরে আত্মগোপনে অনেক ক্যাডার