রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: উপজেলার লক্ষ¥ণপুর গ্রামের আব্দুর রহিম বাবু (১৭) নামে এক এতিমখানার ছাত্রকে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় মণিরামপুর থানায় পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ১৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিফাত হোসেন, আব্দুর রহিম বাবুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গাছি দা দিয়ে কোপ মারে। এতে সে জখম হয়। বাবুকে মণিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আব্দুল জব্বার (৪৩) ও তার ছেলে রিফাত হোসেনের (১৭) বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা দায়ের করা হয়।