নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা নেংগুড়াহাট এলাকায় হঠাত করেই পেঁয়াজের বাজারে আগুন। রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে।
বিভিন্ন ধরনের চাল-তেল-ডালের পর এবার মধ্যবিত্ত ও নি¤œমধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজও। মাত্র কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। নেংগুড়াহাট, রাজগঞ্জ বাজারসহ বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বৃদ্ধির বিষয়ে পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ভারতীয় পেঁয়াজ না থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ পড়ছে। পাশাপাশি বাজারে দেশি পেঁয়াজের সরবরাহও কম। দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাবসায়ীরা।
বিভিন্ন এলাকায় ব্যাবসায়ীরা বলেন, রমজান যতই ঘনিয়ে আসছে, পেঁয়াজ-রসুনের বাজার ততই অস্থির হয়ে উঠছে। নেংগুড়াহাট বাজার কমিটির সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হক বলেন, বাজার নিয়ন্ত্রণ করা না গেলে রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠতে পারে।