কল্যাণ ডেস্ক
ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এতে এই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সব ধরনের সেবা বিঘ্নিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে গ্রাহকেরা গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে না।
তিন জায়গায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ার কারণে এসব সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: ভাষাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে হবে: উপমন্ত্রী
১ Comment
Pingback: রোহিঙ্গাদের জন্য আরো ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান