অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৪ কিশোরকে ছাগল চুরির অপরাধে আটক করেছে পুলিশ। তারা নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে বিক্রি করার সময় জনতার হাতে ধরা পড়েন। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার সকালে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ার রবিন বৈরাগীর ছেলে সুজয় বৈরাগী (১৯), একই গ্রামের জগনাথ রায়ের ছেলে মহানন্দ রায় (২০), বাশান বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (১৭) ও দেবানন্দ রায়ের ছেলে দ্বীপ রায় (১৭)।
জানা যায়, শনিবার সকালে ওই ৪ কিশোর একটি ছাগল বিক্রি করার জন্য সুন্দলী বাজারে নিয়ে যান। এক ব্যবসায়ী ছাগলটি কিনতে চাইলে তারা ৫ হাজার টাকা দাবি করেন।
দরকষাকষির একপর্যায়ে ১৫০০ টাকায় ছাগল বিক্রি করতে রাজি হন তারা। বিষয়টি সন্দেহ হলে ওই ব্যবসায়ী ছাগল আটকে রেখে বাজারের লোকজন ডাকেন। এ সময় ওই চার কিশোর পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় জনতা তাদেরকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে অভয়নগর পুলিশ ছাগলসহ তাদেরকে নিয়ে যান।
আটক চার কিশোর জানায়, তারা নেশার টাকা জোগাড় করতে নিজ গ্রাম থেকে ছাগল চুরি করে সুন্দলী বাজারে বিক্রি করার জন্য এনেছিলেন।
ছাগলের মালিক মাসুদ মোল্যা জানান, সকালে বাড়ির সামনে থেকে আমার একটি ছাগল হারিয়ে যায়। পরে জানতে পারি চার কিশোরসহ ছাগলটি থানা হেফাজতে রয়েছে। শনিবার দুপুরে অভয়নগর থানায় এসে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ছাগল চুরির দায়ে সুন্দলী বাজার থেকে চার কিশোরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কেশবপুরে বিধবা নারীকে হত্যাচেষ্টা
