নেহালপুর প্রতিনিধি
যশোরে মণিরামপুরের নেহালপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামের মাঠপাড়া নামক স্থানে রেজাউল করিম (৬০) রাস্তা দিয়ে খেজুরের রস নিয়ে আসার সময় পিছন থেকে আসা মোটরসাইকেলের সাথে তার ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। অবস্থা গুরুতর দেখে প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ২ টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই আব্দুল হান্নান বলেন, সন্ধ্যায় রেজাউল গাছির মরদেহ বাড়িতে আনা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।