নিজস্ব প্রতিবেদক
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে যশোরের তালবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা হস্তান্তর করা হয়। চেয়ারম্যান তুহিন তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন, চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে অনলাইনে প্রোপাগান্ডা ছড়ানোর এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
