নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে সংসদ নির্বাচনের জেরে তারক দেবনাথ (৩২) নামে এক যুবলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার খেদাপাড়া ঝিকরের খাল মোড়ে এই ঘটনা ঘটে। তারক দেবনাথ খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি খেদাপাড়া গ্রামের চিত্ত দেবনাথের ছেলে ও হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী।
এদিকে হামলার ঘটনায় আহত যুবলীগ নেতার ভাই সমীর দেবনাথ বাদী হয়ে বুধবার দুপুরে ৪ জনের নামে মণিরামপুর থানায় মামলা করেছেন।
এর পরপরই পুলিশ হামলাকারীদের মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুইজন হলেন, উপজেলার খেদাপাড়া গ্রামের আহসান হাবিব জুয়েল ও মান্নু হোসেন।
তারক দেবনাথ বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে আমি গ্রামের ঝিকরের খাল মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলাম। তখন হঠাৎ করে জুয়েল তার তিন সহযোগী মান্নু হোসেন, রাব্বি হোসেন ও সাগর দাসকে নিয়ে সেখানে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা চারজনে আমাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে আমাকে রক্তাক্ত জখম করে ওরা চলে যায়। পরে স্বজনরা আমাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
তারক দেবনাথ বলেন, আমি নৌকার পক্ষে ভোট করেছি। নৌকা হেরে যাওয়ায় ইগলের কর্মী জুয়েল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকে মারপিট করেছে।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম জিন্নাহ বলেন, তারক সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের অনুসারী ছিলেন। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট করেছেন। এই কারণে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে। হামলাকারীরা ইগল প্রতীকের কর্মী ছিল।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার পর থেকে আমরা জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। বুধবার বিকেলে জুয়েল ও মান্নু নামে দুই জনকে এলাকা থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।