সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর সাথে করোনা সংক্রমণ রোধে ব্যবসায়ী মালিক সমিতির সাথে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার কমিটির বিভিন্ন ব্যবসায়ী মহলের সভাপতি-সেক্রেটারি ও যানবাহন মালিক সমিতির সভাপতি সেক্রেটারিদের সাথে মতবিনিময় করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) রিয়াজুল ইসলাম, মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শওকত কবীর, সদর থানা ওসি শিমুল কুমার দাস, ডিবি ওসিসহ, রূপগঞ্জ বাজার বণিক সমিতি, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, ইজিবাইক মালিক সমিতি দোকান মালিক সমিতি এবং বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।