শেখ শামীম, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: সংস্কার অভাবে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা মধ্য পাড়া খালের উপর ৩০ বছর আগে নির্মিত ব্রিজটি ঝুঁকির মুখে। যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে।
ব্রিজটির পূর্বে ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাঘা যোগিয়া উচ্চ বিদ্যলয়ের অবস্থান। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই ব্রিজ দিয়ে তিন চারটি ইউনিয়নের লোকজন চলাচল করে। তাই যত দ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।