নড়াইল প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মনিকা একাডেমি শিশুদের নিয়ে বর্ণমালা গল্প প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় পৌর এলাকার ভওয়াখালী কমপ্লেক্সে ভবনে গল্প বলা ও বাংলা বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নড়াইল মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা সবুজ সুলতানের পরিচালনায় ও উপদেষ্টা সদস্য মঞ্জরুল কবীর নিউটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ও একুশে টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ফরহাদ খান। শহরের ছয়টি স্কুলের প্রায় ৩০জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে বর্ণমালা লেখা এবং ভাষার মাস ৮ ফাল্গুনের গল্প বলা প্রতিযোগিতায় ৫টি শাখায় বিজয়ী ১৫ কে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।