কল্যাণ রির্পোট: নড়াইল হবখালি ইউনিয়নের শিঙ্গিয়া গ্রামের বর্ষিয়ান কমরেড সাধন কুমার বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার দিবাগত মঙ্গলবার ৭ডিসেম্বর ভোররাতে তিনি নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর অন্তেষ্টিক্রিয়া আজ দুপুরে নিজগ্রামে সম্পন্ন হয়েছে। অন্তেষ্টিক্রিয়া শেষে বিকালে জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট কমরেড নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর অস্থায়ী সমাধীতে ফুলেল প্রদান ও বিদেয়ি আত্তার শান্তি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় বক্তব্য রাখেন কমরেড নজরুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাডভোকেট বনমালী মিত্র।
আজীবন কম্যুনিস্ট সাধন কুমার বসু। মৃত্যুকালে এক পুত্র এক কন্যা ও স্ত্রীকে রেখে গেছেন ।পাঁচ ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন।পিতা ননী’গোপাল বসু বহু আগেই প্রয়াত হয়েছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার শেষকৃত্যানুষ্ঠানের পর শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এডভোকেট বনমালী মিত্র, সরদার আব্দুস সাত্তার, সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার প্রমুখ শ্রদ্ধা জ্ঞাপন করেন ।