নড়াইল প্রতিনিধি: নড়াইলে পরকীয়ায় বাধা দেয়ার কারণে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বিজিবি সদস্য মশিউর রহমানের বিরুদ্ধে। শুক্রবার রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামে নির্যাতনের শিকার হন মুসলিমিন নামে এক নারী।
২৩ এপ্রিল শনিবার সকালে ভুক্তভোগী ওই গৃহবধূকে স্বজনরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভূক্তভোগী ও তার স্বজনরা জানায়, স্বামী মশিউরের পরকীয়ায় বাঁধা দেয়ায় কাল হয় মুসলিমিনের জীবনে। এ নিয়ে প্রায়ই স্বামী মশিউরের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে কয়েকবার সংসার ছেড়ে মুসলিমিনাকে বাবার বাড়ি গিয়ে আশ্রয় নিতে হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শালিস মধ্যস্থতায় দুটি সন্তানের কথা ভেবে তিনি স্বামীর সংসারে ফিরলেও স্বামী মশিউর পরকীয়া থেকে ফেরেনি। ফলে পরিবারে অশান্তি লেগেই থাকে। এ অবস্থার মাঝে মশিউর সম্প্রতি ছুটিতে বাড়ি আসলে শুক্রবার রাতে স্ত্রী মুসিলিমিনাকে বেধড়ক মারপিট করে আহত করে ফেলে রাখে। নির্যাতিতা ও তার স্বজনরা এ ঘটনারা বিচার দাবি করছেন।
অভিযুক্ত বিজিবি সদস্য মশিউর নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহীতে বিজিবি ৬০ ব্যাটেলিয়ানে কর্মরত আছেন। পরকীয়ার কথা অস্বীকার করেছেন মশিউর। নড়াইল সদর হাসপতালের মেডিকেল অফিসার ডা. শরীফ মো. হাসান বলেন ভুক্তভোগীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে।